• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ স্কুলছাত্রীর

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ স্কুলছাত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০২২

কুমিল্লায় স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিজয়পুর এলাকা লেভেলক্রসিংয়ে  এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছাত্রীরা হলেন- মিম, তাসফিয়া ও রিমা আক্তার। তাদের সবার বাড়ি পাশের দূর্গাপুর গ্রামে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দীন খন্দকার।

তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ওই শিক্ষার্থীরা। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’

স্থানীয়রা জানান, মূল লেভেলক্রসিং থেকে একটু দূরে এ দুর্ঘটনা ঘটে। লাইন পারাপারের সময় তারা কিছু বুঝে ওঠার আগেই তারা ট্রেনে কাটা পড়ে।

এ দিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ও বিক্ষুব্ধ জনতা পাশের আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ স্থাপনে আশ্বস্থ করলে তারা অবরোধ তুলে নেয়।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঠিক কী কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads