• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ মার্চ ২০২২

নরসিংদীর পলাশের ঘোড়াশালে একটি অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী ইউসুফ আলী(৩০) নামে ১ জন নিহত ও ৫ জন আহতের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী(৩০) জেলার শিবপুর উপজেলার দওেরগাও গ্রামের মনোউদ্দিন ভূইয়ার ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, ঘোড়াশাল রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস রাত ১টায় ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিলো। একই সময় স্টেশনের পূর্ব পাশের ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলো একটি প্রাইভেটকার। ওইসময় ট্রেনটি দ্রুতবেগে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায় এবং পাঁচজন গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় গাড়ীর ড্রাইভার পলাশের চরসিন্দুরের আল আমীন(৪৫), শিবপুর দওেরগাঁও গ্রামের মোকাররম হোসেন(৩০), মাহবুব(৩০) ও ইউসুফ আলীকে নরসিংদী সদর হাসপাতালে এবং আবদুল্লাহ (৯) ও রেদওয়ান (৮) নামে দুই জনকে পলাশ সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ইউসুফ আলীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, ওই প্রাইভেটকারে থাকা ছয় জনের মধ্যে মাহবুব বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই সিঙ্গাপুরগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন প্রাইভেটকারে করে। পরে ট্রেনের ধাক্কায় ৫ জন আহত ও ১ জন নিহত হয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর ওই রেলক্রসিংটি অরক্ষিত ছিলো।

জানা যায়, ঘোড়াশাল পৌরসভার অধিনে কবির ও রতন নামে দুজন গেইটম্যান এখানে দায়িত্বে রয়েছে। রাতে রতনের ডিউটি থাকার কথা থাকলেও দুর্ঘটনার সময় রতন ডিউটিতে ছিলো না বলে অপর গেইটম্যান কবির জানায়। দুর্ঘটনার খবর পেয়ে সে তার মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায় বলে জানিয়েছে কবির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads