• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

দুর্ঘটনা

ময়মনসিংহে যাত্রীবাহী বাসের সাথে পিলারে ধাক্কায় নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০২৩

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর বিলবোর্ডের পিলারের সাথে ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ সময় বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান সড়কের পাশে উল্টে যায়। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী দ্রুতগতির ফাইয়াজ-তাজ পরিবহনের একটি বাস রাত সাড়ে ১২টার দিকে শিকারিকান্দা এলাকায় অভারটেক করার সময় একটি পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায়। যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারে উঠে বিলবোর্ডের পিলারের সাথে ধাক্কা খায়। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়। দূর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads