• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তাড়াশে লটারীর মাধ্যমে সরকারী ধান ক্রয়

প্রতিনিধির পাঠানো ছবি

কৃষি অর্থনীতি

তাড়াশে লটারীর মাধ্যমে সরকারী ধান ক্রয়

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে উম্মুক্ত লটারীর মাধ্যমে সরকারী ধান ক্রয় করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সগুনা, মাগুড়াবিনোদ, নওগাঁ ও তাড়াশ সদর ইউনিয়নের কৃষকদের উপস্থিতির মধ্য দিয়ে লটারীর মাধ্যমে সরকারী ধান ক্রয় করা হয়। এতে লটারীর মাধ্যমে ধান ক্রয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, মুক্তা, সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল,  উপজেলা খাদ্য নিয়ন্ত্র কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা খাদ্য গুদামে কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads