• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

আনন্দ-বিনোদন

ফটোগ্রাফি আমার সেকেন্ড প্রেম

  • প্রকাশিত ২৫ মার্চ ২০১৮

আজ রাত ৭টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ধারাবাহিত নাটক ‘ক্যাট হাউজ’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি কে আকাশ। নাটকটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। নাটক ও অন্যান্য বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন আল কাছির-

`ক্যাট হাউজ’ নাম কেন?

তিন মেয়ে আর তাদের বাবাকে নিয়ে গল্প। মা হারা তিন মেয়ে বাবা সহ থাকে ‘দখিনা হাওয়া’ নামের একটি বাড়িতে। বড় বোনের নাম চৈতালি, মেঝ বোনের নাম আতিয়া আর ছোট বোনের নাম তিথলি। এলাকার কিছু দুষ্টু ছেলে ঐ তিন বোনের নামের প্রথম অক্ষর দিয়ে বাড়ির নামকরণ করে ‘ক্যাট হাউজ’। পুরান ঢাকার ভাষায় নির্মিত হচ্ছে এ ধারাবাহিকটি।

আপনি নাকি বখাটে?

হা হা হা। গল্পে আমার চরিত্রটাই খুব বখাটে আর প্রতিবাদী, বাস্তবে না। এই ধারাবাহিকে আমি তিথলি চরিত্র অভিনয় করছি। আমার জুটি মীর সাব্বির ভাই। গল্পে উনার নাম থাকে ন্যাটা মাসুদ। ন্যাটা মাসুদকে বিয়ে করে জোর করে আমরা ঐ বাড়িতে গিয়ে উঠি। তারপর বাড়ির সবাই ন্যাটা মাসুদকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকে। তিথলি সেই সব মন্তব্যের জবাব দেয়। কারণ সে বখাটে এবং প্রতিবাদী।

বড় পর্দায় কী আছে ?

অরুণ চৌধরীর ‘আলতা বানু’ ছবিটিতে কাজ করেছি। সম্প্রতি পোষ্টার রিলিজ হয়েছে। ছবিতে আমি বানু চরিত্রে অভিনয় করেছি। দুই বোনের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। আলতা চরিত্রে অভিনয় করেছেন মম আপা। খুব শিগগিরই ছবি মুক্তি পাবে।

উপস্থাপনার কী খবর?

আগামী মাস থেকে শুরু হচ্ছে ‘সেভেন আপ এফএনএফ জার্নি’ সিজন-৩ এর শুটিং। আগের সিজনের মতো এবারও আমি আর মামনুন জামান থাকছি উপস্থাপনায়। আর ‘স্টার ওয়ার্ল্ড’ নামে একটা শোবিজ প্রোগ্রাম উপস্থাপনা করছি। এটি প্রতি বৃহস্পতিবার বাংলাভিশনে প্রচার হয় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রচার হয়।

অন্যান্য ব্যস্ততা কি নিয়ে?

চয়নিকা দিদির নতুন একটা ধারাবাহিকে কাজ করতে যাচ্ছি। ঈদের বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করেছি। আরো কয়েকটির ব্যাপারে কথা বার্তা চলছে।

আপনি নাকি প্রচুর প্রেম করেন?

হা হা হা। হুম কথা সত্যি। আমি প্রচুর প্রেম করি। তবে প্রচুর প্রেম একজন মানুষের সাথেই করি। আর আরেকটা প্রেম করি, সেটা হলো ক্যামেরা সাথে। যখন শুটিং না থাকে ক্যামেরা ঘাড়ে করে নিয়ে বন জঙ্গলে চলে যাই ফটোগ্রাফি করার জন্য। ফটোগ্রাফি হলো আমার সেকেন্ড প্রেম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads