• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

আনন্দ-বিনোদন

বিপাকে জয়া আহসান

  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৮

জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। অনম বিশ্বাসের পরিচালনায় শেষ হয়েছে ছবির চিত্রায়ণ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ছবিটি ভারত ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে ছবিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানতে চেয়েছেন, হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণের জন্য কার কাছ থেকে অনুমতি নিয়েছেন পরিচালক কিংবা প্রযোজক?

শীলা আহমেদ আরো লিখেছেন, খবরের কাগজে দেখলাম ‘দেবী’ ইন্ডিয়াতে আগে মুক্তি পাচ্ছে! ইন্ডিয়া অথবা বাংলাদেশ, আগে অথবা পরে কোনো কিছুতেই আমার অবশ্য কিছু যায়-আসে না। আমার জানতে ইচ্ছা করছে, কে ‘দেবী’ বানানোর অনুমতি দিয়েছে? আমরা চার ভাই-বোন দেইনি। আমাদের চার ভাই-বোনের অনুমতি ছাড়া কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কীভাবে এটা বানানো হয়ে গেল? কীভাবে এটা মুক্তি পাচ্ছে?

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার সব কিছুর উত্তরাধিকার তার স্ত্রী আর ছেলেমেয়ে উল্লেখ করে শীলা তার স্ট্যাটাসে আরো লেখেন, আমরা টিভিতে গিয়ে হুমায়ূন আহমেদ-হুমায়ূন আহমেদ করছি না, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হুমায়ূন আহমেদকে নিয়ে বক্তব্য দিচ্ছি না, হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকীতে ফুল দিচ্ছি না দেখে ভাবার কোনো কারণ নেই যে আমাদের আইনগত কোনো অধিকার নেই! আমাদের ১০০ শতাংশ আইনগত অধিকার আছে বাবার কোনো লেখা সিনেমা-নাটক-অনুবাদ হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার।

হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস ‘দেবী’। ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি এটি। গত বছরে শুরু হয়েছিল ছবির চিত্রায়ণ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads