• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে বৈঠকের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। পানমুনজম, ২৭ এপ্রিল ২০১৮।

ছবি: ইন্টারনেট

এশিয়া

দক্ষিণ কোরিয়ায় গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০১৮

দুই কোরিয়ার শান্তির লক্ষ্যে ঐতিহাসিক বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শুক্রবার সকালে দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চল পানমুনজমে বৈঠকটি শুরু হয়েছে।

ইতিহাস সৃষ্টি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সামরিক সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেছেন তিনি। কোরীয় যুদ্ধ-পরবর্তী ৬৫ বছরে এই প্রথম উত্তরের কোনো নেতার পা পড়ল দক্ষিণে।

১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো নেতা দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রবেশ করলেন। কিমকে সীমান্তের সামরিক সীমারেখায় স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এরপর অনার গার্ডের সদস্যরা দুই নেতাকে গার্ড অব অনার দিয়ে নিয়ে যান সীমান্ত গ্রাম পানমুনজমে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন শুক্রবার ঐতিহাসিক বৈঠকে বসেছেন। দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমের পিস হাউসে এই বৈঠক চলছে। বৈঠকের আগে দুই নেতা হাসিমুখে পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন।

এর আগে সীমান্তের সামরিক সীমারেখায় কিমকে স্বাগত জানানো হয়। সামরিক কায়দায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কিম জং-উন বলেন, ‘আজ আমরা সূচনারেখায় অবস্থান করছি, যেখানে আছে শান্তি ও সমৃদ্ধির নতুন ইতিহাস। আন্তকোরীয় সম্পর্কের সেই ইতিহাস লেখা শুরু হয়েছে।’ নতুন এই সম্পর্ককে নুডলসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আশা করি, যে নুডলস আমরা নিয়ে এসেছি, সেটা সত্যিই আপনার ভালো লাগবে।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা ইম জং-সিউক বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। এই সম্মেলনে পরমাণু নিরস্ত্রীকরণ ও স্থায়ী শান্তির নিশ্চয়তা নিয়ে বেশি আলোচনা হবে।

মুন ও কিম উভয়ই পারমাণবিক নিরস্ত্রীকরণে আলোচনার বিষয়ে আশাবাদী। একই সঙ্গে তারা সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে যুদ্ধবিরতি বিষয়ে একটি স্মৃতিস্মারক হিসেবে বৃক্ষ রোপণ করবেন। সম্মেলনের কয়েক দিন আগে কিম বললেন, উত্তর কোরিয়া পরমাণু ও বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads