• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
করাচিতে তাপদাহে নিহত ৬০

করাচিতে চার দিনে তাপদাহে অন্তত ৬০ জনের মৃত্যু

আলজাজিরা

এশিয়া

করাচিতে তাপদাহে নিহত ৬০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে গত চার দিনে তাপদাহে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। করাচির উদ্ধার কার্যক্রম কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, গত কয়েক দিন ধরে শহরটিতে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

রমজান মাসে এই তাপদাহের মাঝেই প্রতিদিন টানা ১৫ ঘণ্টা রোজা রাখছে করাচির বাসিন্দারা। ইদি ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা ফয়সাল ইদি জানান, ‘তাপদাহে মৃতদের অধিকাংশ বয়স্ক ব্যক্তি অথবা শারীরিক অন্যান্য সমস্যায় আক্রান্ত ছিল। দিনের বেলায় ঘর থেকে বের না হওয়া সংক্রান্ত কোনো সচেতনতা নেই শহরের বাসিন্দাদের।’

২০১৫ সালে করাচিতে তাপদাহে বারোশর বেশি মানুষ মারা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে করাচিতে তাপদাহের যে অবস্থা তাতে ২০১৫ সালের তুলনায় অধিক সংখ্যক মানুষ মারা যেতে পারে। এদিকে শহরটির হাসপাতালগুলোতে প্রতিদিন কয়েক হাজার রোগী ভর্তি হচ্ছে।

তবে করাচির কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, যারা মারা গেছে তাদের অনেকের শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। এদের মধ্যে কিছুসংখ্যক মানুষ তাপদাহে মারা গেছে, কিন্তু সকলেই নয়।

পাকিস্তানের আবহাওয়া সম্পর্কিত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা শহীদ আব্বাসের মতে, আগামী আটচল্লিশ ঘণ্টা তাপমাত্রা আরো বাড়তে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসের কারণে করাচির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আগামী শুক্রবার নাগাদ করাচিতে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করতে পারে বলেও ধারণা করছে দেশটির আবহাওয়া কার্যালয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads