• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
সুলাওয়েসিতে খাদ্য সঙ্কটে লুটপাট

দুর্গতদের জন্য জাহাজ থেকে খালাস করা খাদ্য সেনাপ্রহরায় রাখা হয়েছে

ছবি -ইন্টারনেট

এশিয়া

সুলাওয়েসিতে খাদ্য সঙ্কটে লুটপাট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০১৮

সুনামি-পরবর্তী পঞ্চম দিনে খাদ্য ও পানীয়ের তীব্র সঙ্কটে রয়েছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের বেঁচে যাওয়া বাসিন্দারা। ক্ষুধা থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন দোকান ও শপিং মলে লুটপাট চালাচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এদিকে গতকাল মঙ্গলবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা তাদের সর্বশেষ হিসাবে জানিয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৪৭ জনে।

পালু ও দোংগালায় দ্রুত দুই লাখ মানুষের জন্য জরুরি সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। ইন্দোনেশিয়ার রেডক্রস জানায়, পালু শহরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি চার্চ থেকে ৩৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দিন জনোগ চার্চ ট্রেনিং সেন্টারে ৮৬ শিশুর একটি দল বাইবেল ক্যাম্পে যোগ দিয়েছিল। বাকি ৫২ শিশুর ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

এরই মধ্যে মঙ্গলবার দেশটির দক্ষিণ উপকূলের সুম্বা দ্বীপে আবারো দুবার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং ১৫ মিনিট পর আঘাত হানা দ্বিতীয়টির মাত্রা ছিল ৬। এতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, চীন ছাড়াও আরো কয়েকটি দেশ ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া সরকারকে। অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ইন্দোনেশিয়া রেডক্রসকে পাঁচ লাখ ডলারের জরুরি সহায়তা দিয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে পালু ও দোংগালা শহরে ওই সহায়তা পৌঁছাতে সমস্যা হচ্ছে। মঙ্গলবার ইন্দোনেশীয় নৌবাহিনীর একটি জাহাজ জরুরি সহায়তা ও ১,৩০০ সেনা সদস্য নিয়ে পালু ও দোংগালায় পৌঁছেছে। সেনা তত্ত্বাবধানে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছে, যাতে পথিমধ্যে তা লুটপাটের শিকার না হয়।

মানবিক সঙ্কট এড়াতে সুলাওয়েসি দ্বীপ ছেড়ে অন্যত্র যেতে বিপুলসংখ্যক মানুষ চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়। স্থানীয় একটি টেলিভিশন জানায়, মঙ্গলবার সকালের দিকে প্রায় তিন হাজার বাসিন্দা পালু শহরের বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করে। তাদের সামরিক বিমানে চড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা ছিল। প্রসঙ্গত, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হনে। পরবর্তী সময়ে সৃষ্ট সুনামিতে উপকূলীয় শহরগুলোতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads