• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

এশিয়া

তিয়ানহে মহাকাশ স্টেশনে প্রথম তিন নভোচারী পাঠাল চীন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুন ২০২১

চীনের নতুন মহাকাশ স্টেশনে প্রথম তিন নভোচারী পাঠালো দেশটি।

শেনঝৌ টুয়েলভ নামে একটি মহাকাশযানে করে তিয়ানহে মডিউলে তিন নভোচারী পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে চীনের গানসু প্রদেশের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি।

প্রায় ৫ বছর পর মহাকাশে আবারও নভোচারী পাঠালো চীন। গেল এপ্রিলে নতুন মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৭০ টন ওজনের তিয়ানহে মডিউলের দূরত্ব ভূপৃষ্ট থেকে ৩৮০ কিলোমিটার। এতে রয়েছে হাবলের মত শক্তিশালী একটি টেলিস্কোপ যা দূরের গ্রহ-নক্ষত্র ও মহাজাগতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করতে সক্ষম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads