• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, শিশুসহ নিহত ১৩

সংগৃহীত ছবি

এশিয়া

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, শিশুসহ নিহত ১৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে একটি প্রবেশ ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। খবর বিবিসির।

তবে নিরপেক্ষ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হতে পারেনি বিবিসি। এদিকে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন হামলাটি ছিল আত্মঘাতী।

তালেবানের এক কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া তালেবানের নিয়োজিত নিরাপত্তা কর্মীদের কয়েকজনও আহত হয়েছে।

আহতদের মধ্যে তিনজন মার্কিন সেনা সদস্য রয়েছেন। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিস্ফোরণ একটি নয়, হয়েছে দুইটি।

এর আগে, কাবুল বিমানবন্দর থেকে একটি ইতালিয়ান সামরিক বিমান টেকঅফ করার পরপরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে ঘটনায় বিমানটির কোনো ক্ষতি হয়নি। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটে ভ্রমণকারী একজন ইতালীয় সাংবাদিক স্কাই ২৪ টিজিকে জানান, বিমানটিতে প্রায় ১০০ জন আফগান বেসামরিক নাগরিক ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি গুলির মুখে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads