• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

এশিয়া

কাবুলে আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০২১

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে গত ২৬ আগস্ট আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাবুল বিমানবন্দরে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী আইএস রকেট হামলা কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক অবস্থায় রয়েছেন মার্কিন কমান্ডাররা। হামলা ঠেকাতে তালেবানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করা হচ্ছে।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের খুঁজে বের করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে।

৩১ আগস্ট নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার সম্পন্ন করতে তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সময়সীমা আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানও ৩১ আগস্টের পর আফগানিস্তানে আর মার্কিন বাহিনীর উপস্থিতি দেখতে চায় না।

যুক্তরাষ্ট্র ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত লাখের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে এখনও। এরইমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ লোকজন সরিয়ে নেওয়ার কাজ সমাপ্তি ঘোষণা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads