• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

এশিয়া

২০ বছর পর আফগানিস্তান ছেড়ে গেল সর্বশেষ আমেরিকান সেনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০২১

২০ বছর ধরে চলা মিশনের ইতি টেনে কাবুল ত্যাগ করেছে মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইট। সোমবার এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ আগস্ট তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার আগে থেকে এখন পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার লোককে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, তালেবানের ক্ষমতায় ফেরার পর ঝুঁকিতে থাকা আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেওয়ার জন্য পাঠানো সব মার্কিন সেনাদের কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে উদ্ধার অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র; ফলে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে থাকলেও কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের হাতে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা নিজ নিজ দেশের নাগরিকদের পাশাপাশি অনুবাদক, স্থানীয় দূতাবাসের কর্মকর্তা, নাগরিক অধিকার কর্মী, সাংবাদিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নিতে থাকে।

এদিকে ইসলামিক স্টেট (আইসিস-কে) এর দায় স্বীকার করা আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনা এবং বিমানবন্দরের আশেপাশে অবস্থানরত শতাধিক আফগান নাগরিক নিহত হলে মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া জটিলতর হয়ে উঠে।

কিন্তু শেষ পর্যন্ত বাইডেনের বেঁধে দেয়া সময়সীমার আগেই লোকজনকে সরিয়ে নেওয়া হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads