• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

এশিয়া

পদ ছাড়ছেন জাপানের প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০২১

পদ ছাড়তে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা। আসন্ন দলীয় নির্বাচকে সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

চলতি মাসের শেষের দিকে সুগার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচন করা হবে; ওই নির্বাচনেও তিনি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী সুগা বলেন, এক বছর আগে আমি যখন ক্ষমতা গ্রহণ করেছি তখন থেকেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ আমার কাজের কেন্দ্রে পরিণত হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনের ক্যাম্পেইন একসঙ্গে সম্ভব নয়। আমি একটি বিষয়কে বেছে নিচ্ছি।

২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন এলডিপির যিনি নেতা নির্বাচিত হবেন তিনিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছ। আগামী ১৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

প্রধানমন্ত্রী সুগার পদত্যাগের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন দলের সেক্রেটারি জেনারেল তোশিহিরো নিকাই। তিনি বলেন, আমি খুব বিস্মিত হয়েছি। তবে আমার মনে হয় তিনি গভীরভাবে ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্যজনিত কারণে শিনজো অ্যাবে জাপানের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। এরপর প্রধানমন্ত্রী হন সুগা। তবে সম্প্রতি করোনা পরিস্থিতিতে সুগার জনপ্রিয়তা অনেকটাই কমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads