• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

এশিয়া

প্রতিশ্রুতি রাখেনি তালেবান

সরকারের বেশিরভাগই পশতু জাতিগোষ্ঠীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০২১

সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি সশস্ত্রগোষ্ঠী তালেবান। পুরনো তালেবান সরকারের নৈতিকতা সম্পর্কিত মন্ত্রণালয়টি পুনর্বহাল করা হয়েছে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় বাদ দেওয়া হয়েছে। সরকারের সদস্যরা বেশিরভাগই পশতু জাতিগোষ্ঠীর সদস্য। মন্ত্রিসভায় রয়েছেন একজন তাজিক এবং একজন হাজারা-তারা দুজনেই তালেবানের সদস্য। একজন নারীকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। এমনকি উপমন্ত্রীর মর্যাদায়ও কোনো নারী নেই।

তালেবানের এই নতুন সরকার গঠিত হয়েছে পুরনো তালেবান নেতা এবং নতুন প্রজন্মের মুল্লাহ্ ও সামরিক অধিনায়কদের নিয়ে। সর্বময় ক্ষমতার অধিকারী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। নব্বইয়ের দশকে তালেবানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা ফিরে এসেছেন। সরকারে রয়েছে গুয়ানতানামো বে থেকে ফিরে আসা কিছু সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কালো তালিকাভুক্ত কজন সদস্য। গত কমাস ধরে তীব্র লড়াইয়ে যুক্ত ছিলেন এমন কজন অধিনায়ক, আর কিছু স্বঘোষিত শান্তি আলোচনাকারী, যারা নানা দেশে চক্কর দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি তালেবানের নতুন সংস্করণ। আজ নতুন তালেবান সরকারের শপথ গ্রহণ করার কথা রয়েছে। গত মঙ্গলবার ৩৩ সদস্যের সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের নতুন সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে ‘কট্টরপন্থি’ হিসেবে পরিচিতদেরকে। তালেবান সদস্য ছাড়া আফগানিস্তানের অন্য কোনো রাজনৈতিকগোষ্ঠী বা দলের নেতাদেরকেও এই সরকারে রাখা হয়নি। ওই দিন সরকার গঠন করলেও আজ ৯/১১-র সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটি তারা রেখে দিয়েছেন শপথ নেওয়ার জন। 

নবগঠিত তালেবান সরকার শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে রয়েছে চীন, তুরস্ক, পাকিস্তান, ইরান, কাতার, রাশিয়া, ভারত এবং মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রকেও তারা আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads