• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০২৩

স্টাফ রিপোর্টার:
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে পূবালী ব্যাংক লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এর উপস্থিতিতে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান উপস্থিত ছিলেন। এসময় পূবালী ব্যাংক লিমিটেডের ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads