• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
হতাশ করল ‘ধড়ক’

ছবি : ইন্টারনেট

বলিউড

হতাশ করল ‘ধড়ক’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

মুভি : ধড়ক

অভিনয়ে : জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, আশুতোষ রানা, খরাজ মুখার্জি, ঐশ্বর্য নরকার

পরিচালক : শশাঙ্ক খৈতান

রেটিং : ২ স্টার (পাঁচের মধ্যে)

হাম্পটি শার্মা কি দুলহানিয়া, বাদ্রীনাথ কী দুলহানিয়ার পর পরিচালক বানাতেই পারতেন 'মধুকার কী দুলহানিয়া'। কিন্তু তা না করে তিনি রিমেকে মন দিলেন। যদিও মন রাখতে পারলেন না দর্শকদের। মুক্তির দিনে বক্স অফিসে একেবারেই ছাপ ফেলতে পারেনি করণ জোহর প্রযোজিত ‘ধড়ক’। পাঁচের মধ্যে বড় জোর ২ পেতে পারে শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’।

২০১৬ সালের মারাঠি সিনেমা সাইরাতের রিমেক হিসেবেই বানানো হয় ‘ধড়ক’। ছবির ট্রেলার মুক্তির দিন থেকেই দর্শকদের নজর ছিল মুখ্য দুই নবাগত অভিনেতা অভিনেত্রীর উপর। ঈশান খট্টর এবং জাহ্নবী কাপুর।

ভারতের বিভিন্ন প্রান্তেই এখনও জাত-পাতের সমস্যা প্রবল। মাঝে মাঝেই তা হঠাৎ করেই আরও জাঁকিয়ে বসে যেন। দুই যুবক-যুবতীর অসম বর্ণে প্রেম এবং এই প্রেক্ষাপটে তাদের ভয়ঙ্কর পরিণতি এই নিয়েই মারাঠি ভাষায় সিনেমা বানিয়েছিলেন পরিচালক নাগরাজ মঞ্জুলে।

দেশে তো বটেই দেশের বাইরেও এই সিনেমা যথেষ্ট সমাদর পায়। সদ্য বলিউডে পা রাখা অভিনেতা অভিনেত্রীদের জন্য করণের দরজা যে সব সময়েই খোলা তা বলিউড জানেই। কিন্তু দুই নতুন অভিনেতাকে নিয়ে রিমেক বানাতে গিয়ে এত হতাশ করবেন তিনি তা বোধহয় আশা করা যায় নি। ঠিক কী বলতে যে চেয়েছেন পরিচালক গোটা সিনেমা ধরে তাই হাতড়ে বেড়াতে হয়েছে দর্শকদের। ঠিক মিষ্টি প্রেমের গল্প নাকি জাত-পাতের নোংরামো আর তার স্বপক্ষে 'অনার কিলিং'-এর বীভৎসতা- বুঝে ওঠাই দায়। প্রচণ্ড বলিউড সিনেমা প্রেমীর কাছেও তাই বিরক্ত লাগতে পারে এই সিনেমার স্টোরি টেলিং।

দুই কলেজ পড়ুয়ার প্রেম, তাদের ভিন্ন জাত আর সদ্য কলেজে ওঠা মেয়েটির রক্ষণশীল পরিবারের অত্যাচার- চেনা গল্প । তবে গল্প শোনাতে গিয়ে না তো মর্মস্পর্শী হতে পেরেছেন পরিচালক, না তো সোজা সাপটা রিমেক বানাতে পেরেছেন। সাইরাতের পারশি আর অার্চির গল্পে যেটুকু সমবেদনা জানাতে পেরেছিলেন দর্শকেরা বা যতটা নিজেদের জীবনের বিভিন্ন ক্ষেত্রের সাথে মেলাতে পেরেছিলেন, তার ছিটে ফোঁটাও পারেননি ‘ধড়ক’ দেখতে গিয়ে। সবই যেন জলের উপরটুকু, গভীরতার কোনও বালাই নেই।

পরিচালক নিজেই এখানে চিত্রনাট্য লিখেছেন। গল্পের প্রেক্ষাপট উদয়পুর আর কলকাতা জুড়েই। একটি হোটেলের মালিকের ছেলে মধুকর বাগলা (ঈশান) আর এম এল এ হওয়ার স্বপ্নে বিভোর আশুতোষ রানার মেয়ে পার্থবী সিং (জাহ্নবী) এর কলেজ প্রেম দিয়েই গল্পের শুরু। তবে প্রেমের বা ফ্লার্টিং এর দৃশ্যেও তেমন সপ্রতিভ নন দু’জনের কেউই। সুন্দর দৃশ্য, ঝকঝকে স্মার্ট লোকেশন ছাড়া সিনেমা থেকে প্রাপ্তি বলতে শূন্য। হতাশ করেছেন নতুন এই দুই অভিনেতাও। সাইরাতের মূল অভিনেতা চরিত্র পারশির দুই বন্ধু সালিম আর প্রদীপের সম্পর্ক ওই সিনেমায় আলাদা মাত্রা শুধু যোগ করেছিল তাই না বরং মুসলিম-দলিত সমস্যার গভীরেও পৌঁছে দিয়েছিল দর্শকদের। এখানে ঈশানের দুই বন্ধুর ভূমিকা মাঝে মাঝে কমেডি দৃশ্য তৈরি করা ছাড়া বোধহয় আর কিছুই না। কলকাতায় পালিয়ে এসে যে হোস্টেলে ওঠে ঈশান ও জাহ্নবী সেই হোস্টেল মালিকের চরিত্রে খারাজ মুখার্জি ছাপ ফেলে গেছেন বলিষ্ঠতার।

সব মিলিয়ে বলা যায় দর্শক আশা পূরণ করতে পারেনি ‘ধড়ক’। - এনডিটিভি অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads