• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
চীনে মুক্তি পাচ্ছে শ্রীদেবীর মম

বলিউড সুপারস্টার শ্রীদেবী

ছবি : সংগৃহীত

বলিউড

চীনে মুক্তি পাচ্ছে শ্রীদেবীর মম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০১৯

বলিউড সুপারস্টার শ্রীদেবীর চলে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে গত মাসেই। এবার জনপ্রিয় এই অভিনেত্রীর শেষ ছবি ‘মম’ চীনে মুক্তি দেওয়ার ঘোষণা এলো।

চীনের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমার মুক্তির ঘটনা এই প্রথম নয়। এর আগে বহু বলিউড সিনেমা ভালো ব্যবসা করেছে চীনের বাজারে। এবার চীনে মুক্তি পাচ্ছে শ্রীদেবীর ‘মম’ ছবিটি। এটি শ্রীদেবী অভিনীত তিনশতম ছবি। এর আগে ছবিটি পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ পৃথিবীর নানা দেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি দুই বছর আগে ভারতে মুক্তি পেয়েছিল। শ্রীদেবী ছাড়া এতে আরো অভিনয় করেন অক্ষয়কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো তারকারা।

বিষয়টি জানিয়ে চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ ‘মম’র একটি চাইনিজ পোস্টার টুইট করেছেন। একই সঙ্গে ২২ মার্চ ‘মম’ চীনে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। একজন মায়ের সংগ্রামী জীবন নিয়ে ছবিটি নির্মিত। ছবিতে  শ্রীদেবী তার সাত মেয়ের ধর্ষকের শাস্তির জন্য লড়াই করেন।

শ্রীদেবীর মৃত্যুর পর এক বছরেরও বেশ কিছুটা সময় পার হলেও তার প্রতি সিনেমাপ্রেমীদের ভালোবাসা চিরন্তন। শ্রীদেবীই ছিলেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার। আর তার ৫০ বছরের অভিনয় জীবনে ‘মম’ অন্যতম সফল ছবি।

এই ছবি তাকে জাতীয় পুরস্কারও এনে দিয়েছে। তবে শুধু শ্রীদেবীই নয়, এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সঙ্গীতকার এআর রহমান। তাই সে কথা মাথায় রেখে ও চীনের বাজারে ভারতীয় সিনেমার চাহিদার কথা মাথায় রেখে এবার চীনেও ‘মম’ মুক্তি পাচ্ছে।

প্রযোজক তথা প্রয়াত অভিনেত্রীর স্বামী বনি কাপুরের কথায়, ‘মম’ এমন একটি ছবি যেটা এই বিশ্বের সমস্ত মা ও সিনেমাপ্রেমীরা ছবিটির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন। এটাই শ্রীর শেষ ছবি। তাই আমাদের লক্ষ্য তার অভিনীত এই ছবি সবার কাছে পৌঁছে দেওয়া। আর আমার এটা ভেবে আনন্দ হচ্ছে, ‘মম’ মুক্তির দুই বছর পরও ছবিটি দেখতে মানুষ এতটা উৎসাহী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads