• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

বলিউড

আত্মবিশ্বাসী সোনাক্ষী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৯

আজ মুক্তি পেতে চলেছে দাবাং থ্রি ছবি। ৯ বছর আগে দাবাং ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী সিনহা। অভিষেক ছবিতেই সালমান খানের নায়িকা তিনি। দাবাং ছবির প্রথম দিনের শট, আর আজকের সোনাক্ষীর মধ্যে কতটা বদল এসেছে? জবাবে সোনাক্ষী বললেন, ‘আমি যখন ছোট ছিলাম, বাবার সঙ্গে শুটে যেতে চাইতাম না। আমার খুব বিরক্ত লাগত। একই দৃশ্য বারবার হতো বলে বিরক্ত হতাম। কিন্তু অভিনেত্রী হিসেবে যখন সেটে পা রাখলাম, তখন অন্য ব্যাপার। বারবার টেক দিয়েও বোর হতাম না। জীবনের প্রথম শট থেকে আমি আমার কাজটাকে উপভোগ করেছি।’ প্রায় ১০ বছরের এই ফিল্মি জীবনে ব্যক্তি সোনাক্ষীর মধ্যে কতটা বদল এসেছে? বলিউডের ‘দাবাং গার্ল’ বলেন, ‘আমার মধ্যে খুব একটা বদল এসেছে বলে মনে হয় না। তবে একজন অভিনেত্রী হিসেবে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছি। দাবাং আমার প্রথম ছবি। আর দাবাং থ্রি ২৫তম ছবি। সবার ভালোবাসা ও প্রশংসা আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছে। তবে সবার আগে নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে না ভালোবাসলে অন্য কারো ভালোবাসা আপনি পাবেন না।’

এ বছর সোনাক্ষী অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে। বছরের শেষভাগে দাঁড়িয়ে নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘বছরটা দুর্দান্ত গেছে। গত বছরের ডিসেম্বরে আমি শেষ ছুটি কাটাতে গিয়েছিলাম। এরপর শুধুই কাজ করে গেছি। দাবাং থ্রি মুক্তির পর আমি একটা ছুটিতে যাব। আগামী বছর ভুজ মুক্তি পাবে। আরো ভালো ভালো ছবির প্রতীক্ষায় আছি।’

সালমান খানের হাত ধরে এই ‘দাবাংকন্যা’র বলিউডে আসা। অভিনয়জীবনের ২৫তম ছবিতেও তার নায়ক সালমান। দীর্ঘ এই সময়ে সালমানের সঙ্গে সোনাক্ষীর সম্পর্কের সমীকরণ নিয়ে জানার আগ্রহ হয়। তখন সোনাক্ষী বলেন, ‘আমার বয়স যখন ১৬ বছর, তখন থেকে সালমানকে চিনি। সালমান আমাদের পারিবারিক বন্ধু। আমি মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক এখন অনেক বেশি শক্তপোক্ত এবং দৃঢ় হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads