• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

বলিউড

বিশ্বসেরা আইটেম গানে যে কারণে পারফর্ম করেছিলেন সামান্থা

  • ''
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২৪

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন তিনি। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। তারপর ৮-৮০ বছর বয়সী মানুষও এই গানে নেচেছেন। দীর্ঘদিন পর আইটেম গানে নাচার কারণ জানিয়েছেন সামান্থা নিজেই।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘‘আমি নতুন কিছুর পরীক্ষণ করতে চেয়েছিলাম। মূলত, এ ভাবনা থেকেই ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে পারফর্ম করি। আমি আমার আবেদনময়ী লুক নিয়ে কখনো আত্মবিশ্বাসী ছিলাম না। আমি সবসময়ই ভেবেছিলাম, আমি সুন্দর ও আত্মবিশ্বাসী নই। এটি আমার জন্য ভীষণ চ্যালেঞ্জের ছিল। কারণ যৌন আবেদনের ভাবনা আমার নেই।’’


জনপ্রিয়তার কথা চিন্তা করে এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন পরিচালক। দ্বিতীয় পার্টের আইটেম গানে কোমর দোলাতে প্রস্তাব দেন সামান্থাকে। কিন্তু তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী। কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে যখন পুনরায় আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়, তখন আমি না করে দিই। কারণ আইটেম গানে পারফর্ম করা এখন আমার কাছে চ্যালেঞ্জের কোনো বিষয় না। একজন অভিনেতা হিসেবে আমি যেভাবে বড় হয়েছি, তা হলো নিজেকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তা কাটিয়ে উঠার জন্য লড়াই করে।’

‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে নেচে সামান্থা তাক লাগিয়ে দেন। তার আবেদনময়ী লুক বিশেষভাবে নজর কাড়ে। তবে এ গানের কথা প্রসঙ্গে সামান্থা বলেন, ‘‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানের কথায় নারীর যৌনাচার ছিল না। এটি আমি আগেই নিশ্চিত হয়েছিলাম।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads