• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
চূড়ান্ত পরীক্ষার দাবিতে জাবির চতুর্থ বর্ষের মানববন্ধন 

ছবি : বাংলাদেশের খবর

ক্যাম্পাস

চূড়ান্ত পরীক্ষার দাবিতে জাবির চতুর্থ বর্ষের মানববন্ধন 

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০২০

চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (৪৫তম ব্যাচ) শির্ক্ষার্থীরা।  

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফলে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে জাবির হাজার হাজার শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে দুরবস্থার মধ্যে রয়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ায় দুই বছরের সেশন জটে পড়েছে তারা। বিভিন্ন জায়গায় নিয়োগ সার্কুলার হচ্ছে কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা কোথাও আবেদন করতে পারছে না। তাই আমরা চাই অনতিবিলম্বে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়া হোক।

মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দাবি পূরণের জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। এর মধ্যে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads