• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ক্যাম্পাস

কুবিতে দুই বছরেও মেলেনি শিক্ষার্থীর পরিচয় পত্র

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৯ সালের শিক্ষার্থীদের এখনো বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র মেলেনি। ভর্তির প্রায় ২১ মাস পরেও বিশ্ববিদ্যালয়ের ১৪ আবর্তনের শিক্ষার্থীরা পরিচয় পত্র পাননি।

একজন শিক্ষার্থীর পরিচয় মেলে তার এই পরিচয় পত্রে। শিক্ষার্থীরা বলেন, প্রায় দুই বছরেও আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র পাইনি। এতে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পড়তে হচ্ছে ভোগান্তিতেও। পরিচয়হীনতায় ভুগছি আমরা। অতি দ্রুত যেন আই ডি কার্ড প্রদান করা হয় বিশ্ববিদ্যালয় প্রষাসনের কাছে সেই দাবি জানাচ্ছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী নীলা বলেন, পরিচয় পত্র না থাকায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এর একজন সদস্য হতে পারে নি এখনও। এছাড়া আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই অতি দ্রুত আমাদের পরিচয়পত্র দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের পরিচয়পত্রের মেয়াদ ছিল ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত। অনার্স শেষ না হলেও আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ায় বিভিন্ন সময় পড়তে হচ্ছে তাদের বিড়ম্বনায়।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডঃ মোঃ আবু তাহের বলেন, যে যে হলে আছে তারা যদি সে হল প্রভোস্টের মাধ্যমে আবেদন করে তাহলে অতি দ্রুত সময়ে তাদের পরিচয় পত্র পেয়ে যাবে। প্রয়োজনে আমরা আই ডি কার্ডের জন্য ১৪ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ইনফরমেশন নিযে একটা ফরম বানিয়ে দেব। ওই ফরম পূরণ করেও তারা আইডি কার্ড পেয়ে যাবে। যাদের আইডি কার্ড শেষ হয়ে গেছে তারাও আবেদন করলে আইডি কার্ডের মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads