• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

ক্যাম্পাস

কুবির নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে কামাল-সোহেল

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কামাল হোসেনকে সভাপতি ও সোহেল রানাকে সাধারন সম্পাদক করে নারায়ণগঞ্জের আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১৭ অক্টোবর) সংগঠনের সাবেক সভাপতি তানভীর আহমেদ ফয়সাল ও সাধারন সম্পাদক কবির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, শিহাব আলম ও সাজ্জাদ হোসাইন; সহ-সভাপতি সাইদুর রহমান মুন্সি, ওমর ফারুক, নাজমুল আল হাসান, মানসুরা তালুকদার আরিবা জান্নাতি; যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, রাকিবুল হাসান, আল-আমিন হোসেন, খন্দকার সুমি; সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান লিছান, তমা দে, সানজিদা আক্তার, তমাল দাস, আফসানা আক্তার; অর্থ সম্পাদক আল কাউসার, দপ্তর সম্পাদক ফাতেমা তুজ জোহরা মীম, প্রচার সম্পাদক উম্মে হাবিবা শান্তা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারিয়া তাবাসসুম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিশাল কুড়ি মোদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাব্বি এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সানজিদা তৃষা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে ‘নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ’ ২০১৭ সালে কুমিল্লা বিদ্যালয়ে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষামূলক কাজ করে আসছে। শিক্ষার্থীদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতার পাশাপাশি ক্যাম্পাসে নিজ জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads