• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্যাম্পাস

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ 

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২২

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশব্যাপী নানা আয়োজনে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরাও উদযাপন করছে দিনটি। উদযাপনের অংশ হিসেবে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ। 

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবু শিকদার সহ অন্যান্য নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।

এছাড়া, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ জানুয়ারী সকাল ১১.৩০ এ বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হবেন। উক্ত আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাঁচতলায় প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads