• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
কোলন ক্যান্সারে জবি শিক্ষার্থী আহম্মদ আলীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

ক্যাম্পাস

কোলন ক্যান্সারে জবি শিক্ষার্থী আহম্মদ আলীর মৃত্যু

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২

কোলন ক্যান্সারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের দশম ব্যাচের আহম্মদ আলী নামের এক শিক্ষার্থী মারা গেছেন। সোমবার সকাল ৭ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহম্মদ আলীর অকাল মৃত্যুতে ব্যথিত হয়েছেন তার বন্ধুরা ও শিক্ষকরা। তার এক বন্ধু জানান, আহম্মদ আলী খুবই ভালো মানুষ ছিলেন। কারো সাথে কখনও তার দুই কথা হয় নি।দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিলো। চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করেই আমাদের ত্যাগ করে চলে গেলো।

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,আহম্মদ আলীর মৃত্যুতে আমরা শোকাহত।তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি।মৃত্যুর খবর আমরা হাসপাতালে গেছিলাম দেখতে।তার পরিবারের সাথে কথা বলেছি দেখা করে।আমাদের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা তার বাসায় গেছে ও পরিবারের পাশে আছে।আহম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছি।আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন,আহম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো।হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা পাশে ছিলাম।তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না।আমাদের শিক্ষকরা আছে পরিবারের সাথে এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিবহন ব্যবস্থা করা হয়েছে। আমরা তার পরিবারের পাশে দাঁড়াবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads