• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

মহানগর

আসল ডিবির হাতে ধরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৮

পুলিশের এসআই পদে চাকরি দেওয়া হবে- এমন আশ্বাসে হাতিয়ে নেওয়া হয় সাড়ে তিন লাখ টাকা। বিশ্বাস জন্মাতে দুই চাকরিপ্রার্থীকে ঘুরিয়ে আনা হয় পুলিশ সদর দফতর থেকেও। কিন্তু নকল ডিবি পুলিশ সেজে এ কাজ করা ফিরোজ আলমের শেষ রক্ষা হয়নি। আসল ডিবির হাতে ধরা পড়লেন তিনি। শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের মিরসরাই থেকে নগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাকে গ্রেফতার করে।

গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, ফিরোজ আলম নিজেকে ডিবি পুলিশের এসি এবং তার সহযোগী আবুল কাশেমকে আইজিপির পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তারা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পাইয়ে দেবে- এমন আশ্বাস দিয়ে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে দুই দফায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। সিরাজ তার বন্ধুর ছেলে মো. মোরশেদ এবং তৌহিদুলকে চাকরি দেওয়ার শর্তে এ টাকা দেন। কিন্তু টাকা দেওয়ার পর ফিরোজের মোবাইল নাম্বার বন্ধ পেলে সন্দেহ হয় তার। তিনি ডিসি-ডিবি (বন্দর) কে বিষয়টি অবহিত করলে তার পরামর্শে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার পর নগর গোয়েন্দা বিভাগের একটি টিম মিরসরাইয়ের সাহেরখালী গজারিয়া এলাকা থেকে ফিরোজ আলমকে গ্রেফতার করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, মামলার সূত্র ধরেই প্রতারক ফিরোজকে গ্রেফতার করা হয়। আটকের পর সে পালানোর কৌশল হিসেবে জিহ্বায় কামড় দিয়ে রক্তবমির ভান করে। তাকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads