• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির বিভাগীয় সম্মেলনে আতিথীরা

ছবি : বাংলাদেশের খবর

মহানগর

খালেদাকে নিয়েই নির্বাচনে যাব

বরিশালে বিভাগীয় সমাবেশে ফখরুল

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৮

আমরা নির্বাচন অবশ্যই চাই, তার আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় ২০১৪ সালের মতো সাজানো নির্বাচন দেশে আর হতে দেওয়া হবে না। শনিবার বিকালে বরিশাল নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে তিনি বলেন, আজকে আমরা কঠিন সময় পার করছি। ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের বুকে চেপে বসে আছে। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে তাকে নিয়ে নির্বাচনে গিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এতে সভাপতিত্ব করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারার মধ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে পরিত্যক্ত ভবনের একটি স্যাঁতসেঁতে কক্ষে রাখা হয়েছে। ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে বিএনপিকে ভয় পাচ্ছে। দেশে আইনের শাসন নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্বাধীনতার পতাকা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য সৃষ্টি করে দলমত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনায় বসতে হবে।

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ ভুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চান, উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক এমপি নাজিমউদ্দিন আলম, আবুল হোসেন খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বক্তব্য দেন।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন ঈদগাহ ময়দানে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি প্রদান করেন। স্থানীয় নেতৃবৃন্দের কাছে অনুমতির খবর পৌঁছলে রাতের মধ্যেই বিভাগের ৬ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মেসেজ দিয়ে জানিয়ে দেন। দুপুরের আগেই সমাবেশস্থলের মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে স্থান করে নেয় জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। তবে অনেকে অভিযোগ করেন, নেতাকর্মীদের পথে পথে পুলিশ হয়রানি করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads