• বুধবার, ২২ মে ২০২৪, ৮ জৈষ্ঠ ১৪২৮

চাঁদপুরে কলেজ অধ্যক্ষ ও মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহিন সুলাতানা ফেন্সি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ছবি বাংলাদেশের খবর

সারা দেশ

অধ্যক্ষ ফেন্সি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুন ২০১৮

চাঁদপুরে কলেজ অধ্যক্ষ ও মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহিন সুলাতানা ফেন্সি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

চাঁদপুর মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী কমিটি আজ মঙ্গলবার দুপরে এ মানববন্ধন করেন। অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি ছিলেন এ কমিটির আহবায়ক। 

মানববন্ধনে সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক তৃষ্ণা সাহা বলেন, অধ্যক্ষ ফেন্সির হত্যার তদন্ত নিয়ে পুলিশ ছল-চাতুরি করছে। ঘটনার ২২ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যার কোনো ক্লু উদ্ধার করতে পারেনি। আমরা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে এ লোমহর্ষক হত্যার মূলহোতাদের গ্রেফতার দেখতে চাই।

উল্লেখ্্য, গত ৪ জুন রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর শহরের পাকা মসজিদ এলাকার নিজ বাসা থেকে ফরিদগঞ্জ উপজেলার গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সির (৫০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখাকে আটক করা হয়। পরদিন ৫ জুন ৪ জনের নাম উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ফেন্সির ভাই ফোরকান খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads