• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ওয়াসার পানিতে জীবাণু নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন

সংগৃহীত ছবি

সারা দেশ

ওয়াসার পানিতে জীবাণু নেই : চসিক মেয়র

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

চট্টগ্রাম ওয়াসার পানিতে জন্ডিসের কোনো জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। সিটি করপোরেশন থেকে গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান মেয়র। বৃহস্পতিবার কমিটির রিপোর্টে বিষয়টি অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র।

এর আগে গত এক মাসে নগরীর হালিশহর এলাকায় প্রায় আট’শ নাগরিক জন্ডিসে আক্রান্ত হয়। এ সময় চট্টগ্রাম বিভাগী সিভিল সার্জন ডা. আজিজুল রহমান সিদ্দীকি দাবি করেছিলেন চট্টগ্রাম ওয়াসার পানিতে থাকা জীবাণুর কারণে হালিশহরের ই-ভাইরাসে আক্রান্ত হয়েছে ওই এলাকার মানুষ।

সংবাদ মেয়র সম্মেলনে আজম নাছির উদ্দিন বলেন, হালিশহর এলাকার বাসা-বাড়িতে থাকা পানির রিজার্ভার থেকে ব্যবহৃত পানিতে জীবাণুর উপস্থিতি রয়েছে। ওয়াসার লাইনের পানিতে কোন জীবাণু নেই।

তিনি আরও বলেন, ই-ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২৮ জুন চসিকের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হালিশহর এলাকার বিভিন্ন জায়গায় থেকে ওয়াসার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিসিএসআইআরে (বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্জ) পাঠান। ওই সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে দেখা যায়, ওয়াসার পানিতে কোন জীবাণু নেই। তবে বিভিন্ন বাসার রিজার্ভারের পানিতে ফিকাল ক্লোরোফর্ম পাওয়া গেছে, যা ১১০০ এককের বেশি। এছাড়াও ই-কোলি ভাইরাসও এ পানিতে পাওয়া গেছে। যার কারণে ডায়রিয়া ও কলেরা রোগ ছড়িয়ে পড়তে পারে। মেয়র এ সময় ওই এলাকার বাড়ির মালিকদের রিজার্ভার পরিস্কার করার আহ্বান জানান।

চসিকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহ্বায়ক চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সদস্য চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads