• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জ জন্মাষ্টমী উদযাপন

হাজীগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জ জন্মাষ্টমী উদযাপন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত নীহার রঞ্জন হালদার মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রতন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় বিধুভূষন রায় সুজনের পরিচালনায় দুপুর ১২.০১ মিনিটে বিশেষ প্রার্থনা সভার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সদস্যদের এবং ভক্তদের উপস্থিতিতে দুপুর ১.৩০ মিনিট থেকে শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন করে বিকেল ৩.৩০ মিনিটে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিণয় ভূষণ মজুমদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত রায় চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বনিক।

অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শোভাযাত্রা আখড়া থেকে শুরু হয়ে হাজীগঞ্জ পৌর কার্যালয় ও পশ্চিম দিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘুরে আবার লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন হিন্দু ধর্মালম্বী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসম্প্রদায়িক হাজার হাজার ভক্ত এবং সাধারণ মানুষ অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় ভক্তদের মাঝে আনন্দঘন পরিবেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ভক্তরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বাদ্য বাজনাসহ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন, সাধার সম্পাদক সমির লাল দত্ত, যুগ্ম সম্পাদক লিটন পাল, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার প্রাক্তন সভাপতি অধ্যাপক নারায়ণ মন্ডল, সভাপতি দিলীপ কুমার সাহা, যুগ্ম সম্পাদক তপন কুমার পাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাজীগঞ্জ শাখার সহ-সভাপতি দুলাল দাস, বাবুল দাস, বলরাম রায়, মহিলা সম্পাদিকা নন্দিতা মজুমদার সতী সম্পা বনিক এবং বলরাম সাহা, নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন গৌতম সাহা, অধ্যাপক প্রদীপ কুমার দাস, রনজিত রায়, প্রিয়লাল দেবনাথ, রাজন সাহা, টিটু চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, মন্টু রবি দাস, খেলু সাহা, গৌরাঙ্গ পোদ্দার, জয়ন্ত আইচ, পিন্টু চক্রবর্তী, শিমুল সিকদার, নিতাই সাহা, গোপাল সাহা, বাবুল চক্রবর্তী, দিনেশ সিংহ, বিজয় সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads