• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
নীলফামারীতে মাদক ব্যবসায়ী দম্পতি আগ্নেয়াস্ত্রসহ আটক

নীলফামারী ডোমারে অস্ত্র ও মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী মিজানুর রহমান ও রূপা বেগমকে একটি অগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক করে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নীলফামারীতে মাদক ব্যবসায়ী দম্পতি আগ্নেয়াস্ত্রসহ আটক

  • নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

নীলফামারীর ডোমারে দেশীয় একটি আগ্নেয়াস্ত্রসহ মাদক ও অস্ত্র ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ডোমার থানা পুলিশের হাতে সোপর্দ্দ করা হয়। এর আগে বুধবার রাত সোয়া একটার দিকে ওই উপজেলার ছোট রাউতা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ.টি.এম নাজমুল হুদা।

এরা হলেন ওই গ্রামের অস্ত্র ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী অস্ত্র ও মাদক ব্যবসায়ী রুপা বেগম (৩৫)। মিজানুর রহমান ওই গ্রামের মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ.টি.এম নাজমুল হুদা জানান, গোপন খবর পেয়ে র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল ছোট রাউতা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

এসময় দেশীয় তৈরী একটি ওয়ান স্যুর্টারগান, এক রাউন্ড কার্তুজসহ মিজানুরকে এবং এক বোতল বিদেশী মদ ও পাঁচ বোতল ফেন্সিডিল তার স্ত্রী রূপা বেগমকে আটক করা হয়।

দির্ঘ দিন থেকে তারা স্বামী-স্ত্রী দু’জনেই এলাকায় সু-কৌশলে অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মিজানুর রহমানের বিরুদ্ধে ডোমার থানায় অস্ত্র ও মাদকসহ ১৩টি এবং রূপা বেগমের বিরুদ্ধে ১৫টি মাদকের মামলা রয়েছে। দু’জনে সম্প্রতি কয়েকটি মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারো অস্ত্র ও মাদকেরন চালু করেন।

এ.টি.এম নাজমুল হুদা আরো জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুস সালাম বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে একটি অস্ত্র ও মাদক মামলা এবং রূপার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের পর ডোমার থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads