• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
যশোরে ঠিকাদারকে গলাকেটে হত্যা

নিহত ঠিকাদার সোহাগ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

যশোরে ঠিকাদারকে গলাকেটে হত্যা

  • যশোর (সদর ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার ঠিকাদার শরিফুল ইসলাম সোহাগকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কাজীপাড়ার আমতলার মনিরে বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

তিনি পুরাতন কসবা কাজীপাড়ার মৃত সিদ্দিক রহমানের ছেলে। কি কারণে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা পরিবার থেকে নিশ্চিত করতে পারেনি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাজল ও তাইজেলকে খুঁজছে। 

নিহতের ভাই সমরাজ জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কাজীপাড়ার আমতলার মনিরে বাড়ির সামনে সোহাগকে দুর্বৃত্বরা ছুরি মেরে ও গলাকেটে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক সাংবাদিকদের জানান, রাত পৌনে একটার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে যুবকের। ‘অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন সোহাগ’।

সংবাদ পেয়ে কোতয়ালি থানার এসআই সোবহান শরীফ ও ডিবির সেকেন্ড অফিসার আবুল খায়ের মোল্যা রাত থেকে অভিযান চালিয়েছে।
তবে কারা, কী কারণে সোহাগকে খুন করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কাজীপাড়ার এলাকার কাজল ও খোলাডাঙ্গা এলাকার তাইজেলকে পুলিশ খুঁজছে।

স্থানীয়রা বলছেন, সোহাগের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads