• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
নদী ভাঙ্গন রক্ষায় মেগা প্রকল্প হাতে নেয়া হচ্ছে : পাউবো মহাপরিচালক

নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নদী ভাঙ্গন রক্ষায় মেগা প্রকল্প হাতে নেয়া হচ্ছে : পাউবো মহাপরিচালক

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

মাদারীপুরের কালকিনি উপজেলায় আঁড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমান।

বুধবার দিনব্যাপী মাদারীপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় আঁড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এলাকার ভাঙ্গন পরিদর্শন করেন। 

নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ছবি : বাংলাদেশের খবর

 

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘ আঁড়িয়াল খাঁ নদের ভাঙ্গন রোধে ৩৯দশমিক ৬শ’ কিলোমিটার ড্রেজিং করা সহ গুরুত্বপূর্ন এলাকা খাসেরহাট বন্দর, ফাসিয়াতলা লঞ্চঘাট, আলিপুর মোল্লারহাট, মিয়ারহাট লঞ্চঘাট, আন্ডারচর লঞ্চ ঘাট, সাহেবরামপুর লঞ্চঘাট, রামারপোল লঞ্চঘাট এলাকায় নদীর তীর সংরক্ষনের জন্য মেগা প্রকল্প হাতে নেয়া হচ্ছে।’

 এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে সড়কে অবস্থান করে।

এ সময় জেলা নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আঃ হেকিম, উপ-সহকারী প্রকৌশলী আ.স.ম হাসান কবির, তানবির আহমেদ, পূর্ব এনায়েত নগর এলাকার ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ সরদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads