• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
পার্বতীপুর উন্নয়ন মেলায় প্রথম দিনে বিদ্যুৎ সংযোগ পেল ২০০ পরিবার

পল্লীবিদ্যুৎ সমিতির স্টলে মিটার ও সংযোগের আবেদনের ভীড়

ছবি : সোহেল সানী

সারা দেশ

পার্বতীপুর উন্নয়ন মেলায় প্রথম দিনে বিদ্যুৎ সংযোগ পেল ২০০ পরিবার

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

দিনাজপুরের পার্বতীপুরে ৩দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলার ৫২টি স্টলের মধ্যে পল্লীবিদ্যুৎ সমিতির স্টলে প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। এ স্টলে আবেদন করলেই গ্রাহকরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন মিটার ও সংযোগ। এমন সেবার খবর প্রচার হওয়ায় আগ্রহী গ্রাহকরা আবেদন করার জন্য পল্লীবিদ্যুৎ স্টলে লাইন ধরে ভিড় জমান।

মেলায় গ্রাহক সেবার অভিনব এ আয়োজন ‘স্পট মিটার সংযোগ সার্ভিস’ চালু করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিস। প্রথম দিনেই স্টলে গ্রাহকদের ২০০টি স্পটে মিটার সংযোগ প্রদান করা হয়। হাবড়া ইউনিয়নের পশ্চিম শেরপুর গ্রামের মোরসালিন রহমান ও চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর ম্যাড়েয়া গ্রামের আনোয়ার হোসেন উন্নয়ন মেলায় পল্লীবিদ্যুৎ সমিতির স্টলে এসে আবেদন করার এক ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে বেজায় খুশি।

দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ পার্বতীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মজিবুল হক বলেন, গ্রাহকরা মেলায় এসে আবেদনপত্র পুরন করার মাধ্যমে সহজেই বিদ্যুৎ পাচ্ছেন। কিভাবে স্বল্প খরচে বিদ্যুৎ ব্যবহার করবে, কিভাবে মিটার ও বিদ্যুৎ সংযোগ পাবে? পল্লী বিদ্যুৎ সমিতির স্টলে গ্রাহকদের এ সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেয়া হচ্ছে। এছাড়াও দেশে বিদ্যুৎ উন্নয়নের ভিডিও চিত্র ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন গ্রাহকদের সামনে তুলে ধরা হচ্ছে। ৩দিনের উন্নয়ন মেলার প্রথম দিনে পল্লী বিদ্যুৎ সমিতির স্টলটিতে বিদ্যুৎ সংযোগের জন্য দুই শতাধিক আবেদন জমা পড়েছে।

আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানুল হকের নেতৃত্বে উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ কেন্দ্রীয় বাসটার্মিনালে শেষ হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ৫২টি স্টল রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads