• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
কচুয়ায় আ.লীগ নেতা গোলাম হোসেনের সমাবেশে হামলার অভিযোগ

কচুয়ায় আ.লীগ নেতা গোলাম হোসেনের সমাবেশে হামলার অভিযোগ

সংগৃহীত ছবি

সারা দেশ

কচুয়ায় আ.লীগ নেতা গোলাম হোসেনের সমাবেশে হামলার অভিযোগ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

চাঁদপুরের কচুয়ায় আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের আনন্দ সমাবেশে আসা নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার কচুয়ার মিয়ার বাজারে গোলাম হোসেনের বাড়ীতে আয়োজিত সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া একই দিন সকালে গোলাম হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত ড. মুনসুরউদ্দিন মহিলা কলেজে অভিভাবক সমাবেশেও হামলার অভিযোগ পাওয়া গেছে।  এ সময় নেতা-কর্মীদের উপর হামলা করে বাজারে ছাটানো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে।  এ ঘটনায় যুবলীগ নেতা নেয়ামতসহ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের গৌরিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের অভিযোগ, চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সমর্থিত কর্মী বাহিনীরাই এসব হামলা চালিয়েছে।

গোলাম হোসেন বাংলাদেশের খবরকে বলেন, উপজেলার রহিমানগর, সাতবাড়িয়া, তালতলি, পালগিরি, সুবিদপুর, উজানি থেকে আসা আমার কর্মীদের উপর হামলা করছে এমপি সমর্থিতরা।  তারা কর্মীদের মারধর করে মারত্মক আহত করেছে। আহত অনেকে পাশবর্তী বড়–য়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকে ভয়ে কোনো হাসপাতালে ভর্তি হতে পারছে না।

তিনি আরো বলেন, এখনো আমার বাড়ীর আশে-পাশে এমপি সমর্থিতরা মোটর সাইকেলে করে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের মোবাইল ফোনে কয়েকবার ফোন করলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

এ ঘটনায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির মুঠোফোনে বাংলাদেশের খবরকে বলেন, সেখানে একটু ঝামেলা হয়েছে শুনেছি। তবে কেউ আহত হয়নি। তাকে যখন প্রশ্ন করা হয় এ ঘটনায় ৩০/৩২জন আহত হয়েছে বলে জানিয়েছেন গোলাম হোসেন? তখন শাজাহান শিশির প্রশ্ন রেখে বলেন, যারা আহত হয়েছে তাদেরকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনারা কি আহতদের দেখেছেন! পরবর্তীতে তিনি বলেন, ৩/৪জন আহত হয়েছে বলে আমিও শুনেছি।

এ ঘটনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, মিয়ার বাজারে কিছু ঝামেলা হয়েছি শুনেছি। ওসি (তদন্ত) মো. শাহজাহান কামালকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, কুচয়ার মিয়ার বাজারে একটি কর্মী সমাবেশে যাওয়ার পথে গোলাম হোসেনের কর্মীদের বাঁধা প্রদান করার কথা আমি শুনেছি। তিনি বলেন, অপ্রীতিকর ঘটানা এড়াতে গোলাম হোসেনের বাড়ীর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads