• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
কলাপাড়ায় দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এগিয়ে চলছে

সংগৃহীত ছবি

সারা দেশ

কলাপাড়ায় দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এগিয়ে চলছে

  • পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে লোন্দা মৌজায় ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ এগিয়ে চলেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি।

সংস্থার নির্বাহী প্রকৌশলী ইকবাল করীম জানান, গত আগস্টে লোন্দা, ধানখালী ও নিশানবাড়িয়া মৌজায় ৯১৫ একর ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ১৮৪ একর জমি বুঝিয়ে দিয়েছে। আরো ১০০ একর জমি দেওয়ার প্রস্তুতি চলছে।

বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ৩৫০ জনের জন্য ২৫ একর জমিতে আধুনিক গ্রাম নির্মাণ করা হবে। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে এগুলো হস্তান্তর করা হবে। এ ছাড়া থাকবে কমিউনিটি সেন্টার, মসজিদ-মন্দির, স্কুল, দোকানপাট, খেলার মাঠ ও চলাচলের জন্য প্রশস্ত সড়ক। তিনি জানান, প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রির আয় থেকে তিন পয়সা করে রেখে প্রকল্প এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন পোড়ানো হবে ১২ হাজার মেট্রিক টন কয়লা।

আরএনপিএলের প্রেস কনসালট্যান্ট তালুকদার রুমী জানান, বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করা হবে। এটি বাংলাদেশ ও চায়না সরকারের যৌথ মালিকানাধীন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি কেন্দ্রটিতে ব্যবহার করা হবে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রটি আগামী ২০২২ সালের ডিসেম্বর নাগাদ উৎপাদনে আসবে।

কলাপাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের উপ-ব্যবস্থাপক খায়রুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) বিদ্যুৎ প্ল্যান্ট গড়ে তোলার কাজ শুরু ক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads