• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
যশোরে প্রেসক্লাব সভাপতিকে আটকের প্রতিবাদে মানববন্ধন

বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবীরকে আটকের প্রতিবাদে প্রেসক্লাব যশোরের সামনে বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

যশোরে প্রেসক্লাব সভাপতিকে আটকের প্রতিবাদে মানববন্ধন

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দনের সাংবাদিক ইকবাল কবীরকে পুলিশ কর্তৃক আটক ও ষড়যন্ত্রমূলক মামলা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাঘারপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আজ বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বাঘারপাড়া উপজেলা ও যশোরের সর্বস্তরের সাংবাদিকগণ অংশ নেন। এদিকে সাংবাদিক ইকবালের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ইকবাল কবীরের বিরুদ্ধে থানা কম্পাউন্ডে ঢুকে চার পুলিশকে মারপিট, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ আনা হয়েছে, যা ভিত্তিহীন। বর্তমান সময়ে পুলিশ ত্রাস সৃষ্টি করে রেখেছে অথচ তাদের দাবি তারা মার খেয়েছেন; এমন হাস্যকর ঘটনা আর দ্বিতীয়টি হয় না। এজন্য প্রহসন ও ষড়যন্ত্রের এ মামলা প্রত্যাহার করে সাংবাদিক ইকবালের মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চন্দন দাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১টায় শুনানি শেষে সাংবাদিক ইকবাল কবীরের রিমান্ড ও জামিন না মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক। পুলিশ তাকে জীজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads