• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
হাজীগঞ্জে দুই বোনের হতাহতের ঘটনা নিয়ে ধুম্রজাল

চাঁদপুরের হাজীগঞ্জে নিহত নাসরিন (ডানে) ও গুরুতর আহত ছোটবোন আইরিন আকতার রেখা (বামে)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে দুই বোনের হতাহতের ঘটনা নিয়ে ধুম্রজাল

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা ইউনিয়নে রাতের আধারে দূর্বৃত্তদের দেয়া নেশা জাতীয় দ্রব্যে অজ্ঞান হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন গৃহবধু নাসরিন আক্তার রেবা (২০)। একই ঘটনায় গুরুতর অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিহতের ছোট বোন নবম শ্রেনীর ছাত্রী আইরিন আক্তার রেখা (১৪)।

তবে বিষয়টি নেশা নাকি ধর্ষণ করা হয়েছে এমন দ্বি-মূখী বক্তব্যে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নিহতের বাড়ীতে এখন শোকের মাতম চলছে। গত ৯ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার পূর্ব হাটিলা ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন ও আইরিন ওই বাড়ীর দুবাই প্রবাসী আব্দুর রহিমের কন্যা। নাসরিন বিবাহিত। সে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের দুবাই প্রবাসী হযরত আলী স্ত্রী। ৬ মাস পূর্বে তাদের বিয়ে হয়। এঘটনার পর নিহতের পিতা ও স্বামী উভয় দুবাই থেকে দেশে এসেছেন।

নিহতের প্রতিবেশী ফেরদৌসি আক্তার মিনু জানান, ঘটনার রাতে নাসরিন ও আইরিন ওই ঘরে ছিলেন। তাদের মা নিলুফা ইয়াছমিন চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। হঠাৎ ওই ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা গেলে, তাদের ঘরে যাই। কিছুক্ষণ পর আইরিন ঘরের পেছনের দরজা খুলে দেয়। ঘরে প্রবেশ করে দেখি রেবা খাটের উপর অচেতন হয়ে পড়ে আছে, ছোট বোন রেখাও দরজা খুলে ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে এ সময় ঘরের সমানের দরজা খোলা ছিল। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে বাড়ীর লোকজনসহ প্রথমে হাজীগঞ্জ বিসমিল্লাহ হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা পরবর্তীতে কুমিল্লা সিডি প্যাথ হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনেরই চিকিৎসা চলে কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নাসরিন নিহত হয়।

ফেরদৌসি আক্তার আরো জানান, রাতেই কুমিল্লা থেকে নিহত নাসরিন ও আইরিনকে বাড়ীতে নিয়ে আসা হয়। অপরদিকে আজ শুক্রবার সকাল ১১টায় ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এ বিষয়ে বাড়ীর লোকজনের সাথে কথা বলেছে এবং ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নিহতের ঘটনাটি রহস্যজনক। স্থানীয়রা এটিকে ধর্ষণ বললেও হসপিটালের পরীক্ষা-নিরাক্ষায় এমন কোন আলামত পাওয়া যায়নি। তবে কুমিল্লা সিডি প্যাথ হসপিটালে নিহত নাসরিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে হসপিটাল কর্তৃপক্ষ তাদের রিপোর্টে উল্লেখে করেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান লাশের সুরতহাল করে দেখাগেছে নিহত নাসরিনের গলায় নখের আচড়ের দাগ রয়েছে। তবে বিষয়টি আমরা আরো গভীরভাবে তদন্তর করার জন্য নাসরিনের মরদেহ বিকেলে চাঁদপুর মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads