• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
কোটার দাবিতে ফের ঢাকা-রাজশাহী মহাসড়কে আদিবাসী শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটার দাবিতে আজ রোববার ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

সারা দেশ

কোটার দাবিতে ফের ঢাকা-রাজশাহী মহাসড়কে আদিবাসী শিক্ষার্থীরা

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটার দাবিতে সাতদিন বিরতিতে ফের আন্দোলনে নেমেছে রাজশাহী সমন্বিত আদিবাসি কোটা রক্ষা কমিটি।  আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিকল্প পথ দিয়ে চলছে যানবাহনগুলো চলাচল করতে হয়।

আদিবাসী কোটা রক্ষা কমিটির আহবায়ক রুহুল আমিন কিস্কুর নেতৃত্বে মহাসড়কে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক আদিবাসি শিক্ষার্থীরা অবস্থান নেন।

আন্দোলকারীদের একজন নরেশ হাসদা বলেন, আদিবাসী জনগোষ্ঠীরা দরিদ্র ও কুসংস্কারে ডুবে থাকার কারণে তাদের আর্থ সামাজিক ও শিক্ষা গ্রহণে অনেক পিছিয়ে। তাই উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার লক্ষ্যে তাদের জন্য কোটা প্রয়োজন। আমরা এই কর্মসূচী থেকে আদিবাসীদের কোটা পুনর্বহালের জোর দাবী জানাচ্ছি এবং সেটা কোনোভাবেই ৫ শতাংশের কম নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads