• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
শাহরাস্তিতে সড়ক ও জনপদের গাছ হরিলুট

শাহরাস্তিতে সড়ক ও জনপদ বিভাগের কোটি টাকা গাছ কেটে নিয়েছে প্রভাবশালী দুর্বৃত্তরা। পাশে পড়ে আছে সড়কের পাশ থেকে কেটে নেওয়া গাছ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শাহরাস্তিতে সড়ক ও জনপদের গাছ হরিলুট

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৮

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক ও জনপদ বিভাগের কোটি টাকা গাছ হরিলুট হয়েছে। উপজেলার নরিংপুর বাজার থেকে উঘারিয়া, মোল্লার দর্জা, চিতোষী সংযোগ সড়কের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার দু’পাশের কোটি টাকার গাছ কেটে নিয়েছে এক শ্রেণির প্রভাবশালী দুর্বৃত্তরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চিতোষী সিএনজি ষ্ট্যান্ড থেকে উঘারিয়া-মোল্লা দর্জা ও নরিংপুর সংযোগ সড়কের রাস্তার দু’পাশের প্রায় ৪ শতাধিক ছোট বড় গাছ কেটে নিয়ে যায় স্থানীয় একটি চক্র। এসব গাছের বর্তমান বাজার মূল্য ৫হাজার টাকা থেকে ৫০হাজার টাকা হবে।
এ সড়কটি পুন:নির্মান করার ঘোষণা দিয়ে স্থানীয় একটি চক্র গাছ কাটার মহোৎসবে মেতে উঠে। নিধনকৃত গাছ গুলোর মধ্যে রোপনকৃত ২-৫ বছর বয়সী রেইনট্রি, শিশু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় কেটে নিয়ে যায়।

শাহরাস্তিতে সড়ক ও জনপদ বিভিাগের কেটে নেওয়অ গাছের গুঁড়ি

 

রাস্তার পাশের বসবাসরত স্থানীয় লোকজন জানায়, যারা গাছগুলো কেটে নিয়েছেন অনেকের এ এলাকায় বা সড়ক আশপাশে কোন জমিন নেই। অথচ তারা গাছগুলো কেটে নিয়ে গেছে। আবার রাস্তার পাশেই একটি বিশাল খাল রয়েছে, খালের দক্ষিণ অংশে জমিন রয়েছে দাবী করে অনেকে গাছগুলো কেটেছে।

ইলিয়াছ নামের জনৈক এক ব্যক্তি ঠিকাদারের পক্ষের লোক দাবী করে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ছ’মিল মালিক হারুনুর রশিদ ও মনির হোসেন জানান, যারা গাছের মালিক দাবী গাছ কেটেছে তারা ছ’মিল থেকে কাঠ কেটে নিয়েছে আবার অনেকে গাছগুলো বিক্রির জন্য ফেলে রেখেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানরা জানায় রাস্তা নির্মানের কথা শুনে এক শ্রেণির লোক তাদের নিজের গাছ দাবী করে গাছগুলো কেটে নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ জানান, গাছ কাটার বিষয়টি অবগত হয়ে ইউপি চেয়ারম্যানদের নিদের্শ দেওয়া হয়েছে। যারা গাছ গুলো কেটে নিয়েছে তাদের নামের তালিকা করে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads