• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : প্রকৌ. মোহাম্মদ হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রকৌ. মোহাম্মদ হোসেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : প্রকৌ. মোহাম্মদ হোসেন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, পাওয়ার সেলের মহাপরিচালক (ডিজি) ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ হোসেন দূর্গা পূজা উপলক্ষে বুধবার রাতে শাহরাস্তিতে ও বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান চেয়েছিল একটি অসম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য। যেখানে সকল ধর্মের লোক কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ধর্ম-কর্ম পালন করবে। কিন্তু পাকিস্তানি প্রেত্মারা তার সে স্বপ্ন পূরণ করতে দেয়নি। একজন সফল যোদ্ধা, দেশ প্রেমিক ও রাষ্ট্র নায়ককে বিপথগামীরা নির্মমভাবে স্ব-পরিবারে বুলেটের গুলিতে হত্যা করেছে।’

তিনি আরো বলেন, ‘জাতির জনকের কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, আমাদের জিডিপির হার ৭%, পদ্মা সেতু চালু হলে এ দেশের জিডিপির হার হবে ১০%। উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। এখন সৌদি আরবসহ অন্যান্য দেশ বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করছে। এগুলো সবই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। বর্তমান সরকারের আমলে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। ২০০১-২০০৫ সাল পর্যন্ত বিদ্যুতের উৎপাদন ছিল ছয়শ মেগওয়াট। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ১৮০০ মেগওয়াট। সরকার ঘরে ঘরে মানুষকে বিদ্যুত দিয়েছে। লোডসেডিং শূণ্যে নামিয়ে আনা হয়েছে। এ সবই শেখ হাসিনার অবদান। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দেশের অগ্রগতি ও উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে আপনার আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন তাহলে এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সত্যব্রত ভদ্রের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুর রহমান বেলাল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান চৌধুরী, হোসেন মীর, নাছের আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মূর্তজা রাশেদ, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন খোকা, ওয়ালিউল্যাহ ওলি, উপজেলা তরুণলীগের সভাপতি গন্ধর্ব্যপুর উত্তর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রাজু, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, আজহার ইসলাম প্রমূখ। শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা ও মাইক্রোবাসের শোভাযাত্রায় প্রকৌশলী মোহাম্মদ হোসেন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads