• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
আদমজীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০

আদমজীতে পোশাক শ্রমিকদের সাঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫০

ছবি : সংগৃহীত

সারা দেশ

আদমজীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বকেয়া বেতনের পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধকরে বিক্ষোভ করেছে । এসময় পুলিশ শ্রমিকদেরকে সড়ক থেকে সরানো চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ৫০ জন আহত হয়।

আজ (সোমবার) সকাল ৭ টার দিকে আদমজী ইপিজেড এর সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে তারা আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করে অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর করে। একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও শ্রমিকদের ওপর লাঠিপেটা করেন। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হন অর্ধশত শ্রমিক। সেখান থেকে সাতজনকে আটকের অভিযোগ করেছেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসপি জাহিদুর রহমান জানান, শ্রমিকদের পাওনা মালিকপক্ষ থেকে আদায় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপরদিকে সকাল থেকে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করেছি।

বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের অভিযোগ, সোয়াদ ফ্যাশনে সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছে। ৫-৬ মাস ধরে ঠিকমতো বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। সেই সঙ্গে বোনাস, ছুটি ও রিজার্ভ ফান্ডের টাকাও দেয়া হয়নি। এ অবস্থায় এসব পোশাক শ্রমিকরা বাসা ভাড়াসহ সংসার চালানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

এদিকে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সকাল থেকে ইপিজেড গেট সংলগ্ন আদমজী-ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখায় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কে তীব্র যানজট রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads