• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন অ্যাম্বুলেন্স

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন অ্যাম্বুলেন্স

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন সরকারি অ্যাম্বুলেন্স।  সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্সটি নিয়ে আসা হয়।

এর আগে স্থানীয় সংসদ সদস্য (চাঁদপুর- ৫) মেজর অব. রফিকুল ইসলামের অবদানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ হতে সোমবার বিকালে অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।

অ্যাম্বুলেন্সটি হাসপাতালে আনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্সটিতে রোগী বহনের ও সেবাদানের সব সুবিধা রয়েছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি গত পাঁচ বছর ধরে বিকল অবস্থায় হাসপাতাল গ্যারেজে পড়ে আছে।  যা মেরামতের অযোগ্য ছিলো।  এতে এলাকার রোগী ও তাদের স্বজনেরা দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অস্বচ্ছল রোগীর পরিবারের দুর্ভোগ ছিলো চরমে।  সময়মতো চিকিৎসা না পাওয়ায় রোগীর প্রাণহানী ঘটনাও ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, এ অ্যাম্বুলেন্স পাওয়ার ফলে উপজেলার প্রায় চার লাখ জনসাধারণসহ পাশের উপজেলা কচুয়া-শাহরাস্তি-ফরিদগঞ্জ, মতলব উত্তর উপজেলা এবং লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার একাংশ মানুষ জরুরি রোগী পরিবহনে উপকৃত হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads