• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
৫টি থানা নিয়ে নতুন জেলা ঘোষণা হোক

পায়রা সমুদ্র বন্দর

সংগৃহীত ছবি

সারা দেশ

প্রধানমন্ত্রীর কাছে দাবী

৫টি থানা নিয়ে নতুন জেলা ঘোষণা হোক

  • আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৮

পারভেজ শাহরিয়ার, আমতলী থেকেঃ

তালতলী ও পায়রা বন্দরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সময়ের দাবী হচ্ছে দক্ষিণাঞ্চলের ৫টি থানা নিয়ে ১টি নতুন জেলা ঘোষণা দেয়া হোক।

আজ ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রোপকূলীয় নতুন উপজেলা তালতলী ও পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে আসছেন। দক্ষিণাঞ্চলের ৪টি উপজেলা ও ১টি থানার লক্ষ লক্ষ অধিবাসী অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর একটি ঘোষণার জন্য “দক্ষিণাঞ্চলের একটি নতুন জেলা স্থাপিত হউক যা এখন সময়েরও দাবী বটে।

বৃটিশ আমলে প্রতিষ্ঠিত দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ থানা আমতলী, যার আয়তন ছিল ৫২০ বর্গমাইল। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে আমতলী ভেঙ্গে বরগুনা, আমতলী ভেঙ্গে কলাপাড়া, আমতলী ভেঙ্গে তালতলী থানা প্রতিষ্ঠিত হয়। কলাপাড়া ভেঙ্গে মহিপুর থানা প্রতিষ্ঠিত হয়। আমতলীর কোল থেকে পৃথক হয়ে বরগুনা আজ জেলায় পরিনত কিন্তু আমতলী শুধু উপজেলার অবয়বে সীমাবদ্ধ রয়েছে। আমতলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। সে কারনে আমতলীকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের তালতলী, কলাপাড়া, মহিপুর ও রাঙ্গাবালিকে নিয়ে ১টি নতুন জেলা স্থাপিত হতে পারে। কেন না তাপ বিদুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে কলাপাড়া, পর্যটন কেন্দ্র ও ইকোপার্ক টেংরাগিরিকে কেন্দ্র করে তালতলী, পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে কেন্দ্র মহিপুর আজ প্রতিষ্ঠিত। সেহেতু আমতলীর দক্ষিণপ্রান্তে নতুন জেলা প্রতিষ্ঠা পেলে আমতলী তার হারিয়ে যাওয়া গৌরব পুনঃফিরে পেতে পারে, যা প্রধানমন্ত্রীর একটি মাত্র ঘোষণা দ্বারাই সম্ভব হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads