• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
দ. আফ্রিকায় নিহত ৩ জনের লাশ ফেনীতে দাফন

গুগল ম্যাপ থেকে নেওয়া

সারা দেশ

দ. আফ্রিকায় নিহত ৩ জনের লাশ ফেনীতে দাফন

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৮

দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রভিন্সে নিজ দোকানে সন্ত্রাসীদের লাগানো আগুনে নিহত তিনজনকে আজ শুক্রবার ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে দাফন করা হয়েছে।

দাগনভূঁঞা উপজেলার ফাজিলেরঘাট বাজারে আজ সকাল ১০টায় জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন  করা হয়।

জানাজায় সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভূঁঞা পৌর মেয়র ওমর ফারুক খান, থানার ওসি  ছালেহ আহাম্মদ পাঠান, দাগনভূঁঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপনসহ স্থানীয়রা অংশ নেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় দেশে পৌঁছায়। ওই দিন বাদ জোহর দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের লোডিয়ামে বিলাল মসজিদে তাদের প্রথম জানাজা সম্পন্ন হয়।

দাগনভূঁঞা পৌর কাউন্সিলর মনিরুজ্জমান সবুজ বলেন, ‘গত শনিবার ভোরে নর্থ-ওয়েস্ট প্রদেশের একটি শহরে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয়। এতে দগ্ধ হয়ে মারা যান দাগনভূঁঞা পৌরসভার জগৎপুর গ্রামের মোমিনুল হক,  সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামের আনোয়ার হোসেন ও মোশাররফ হোসেন।  প্রায় ১০ বছর ধরে তারা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন। তারা সেখানে মুদি দোকান চালাতেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads