• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
তেঁতুলের জন্য ৩ শিশুকে ঘরে আটকে পিটিয়ে দম্পতি কারাগারে

নাটোর ম্যাপ

সারা দেশ

তেঁতুলের জন্য ৩ শিশুকে ঘরে আটকে পিটিয়ে দম্পতি কারাগারে

  • বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

নাটোরের বড়াইগ্রামে গাছ থেকে তেঁতুল পেড়ে খাওয়ার অভিযোগে তিন শিশুকে দিনভর ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে শিশুদের কান্নার শব্দে গ্রামের লোকজন বাড়িটি ঘেরাও করলে পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে। গতকাল রোববার বিকালে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন- পজেলার মেরিগাছা গ্রামের মৃত লারু মিয়ার ছেলে এনামুল হক (৪৮) ও তার স্ত্রী বিলকিস খাতুন (৪৩)।  থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মেরিগাছা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মেরিগাছা গ্রামের দুলাল হোসেনের ছেলে নহিন, চতুর্থ শ্রেণির ছাত্র একই গ্রামের ইমরান হোসেনের ছেলে হিমেল ও তৃতীয় শ্রেণির ছাত্র খোরশেদ আলমের ছেলে আবু তালহা শনিবার সকাল ৮টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও তারা ফিরে না আসায় অভিভাবকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি  শুরু করেন। এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে এনামুল হকের বাড়িতে শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে ওই তিন শিশুকে সেখানে আটকে রেখে মারপিটের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে স্বজনরাসহ গ্রামবাসী এনামুলের বাড়িতে চড়াও হলে থানা থেকে পুলিশ গিয়ে তিন শিশুকে উদ্ধার এবং দম্পতিকে আটক করে। এ সময় এনামুল ও তার স্ত্রী দাবি করেন গাছের তেঁতুল পেড়ে খাওয়ায় তিন শিশুকে মারপিট করা হয়েছে। উদ্ধার করা নির্যাতিত শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক শামসুল ইসলাম জানান, এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads