• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
কালীগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

জাতীয় যুব দিবসে র‌্যালি

সংগৃহীত ছবি

সারা দেশ

কালীগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার প্রশিক্ষিত ১১ জন বেকার যুবকদের মধ্যে ৬ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

এদিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলার পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভূঁঞার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, মৎস্য অফিসার লতিফুর রহমান, কৃষি অফিসার আবু নাদের সিদ্দিকী, পরিসংখ্যান অফিসার কাউছার মিয়া, খাদ্য অফিসার নাছির উদ্দিন, যুব উন্নয়ন অফিসের মীর মোহাম্মদ সফি, জাহিদুল হক, বলরাম চন্দ্র বণিক, সুজন চন্দ্র বণিক, সুমন হোসেন, নিরঞ্জন চন্দ্র দাস প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান ও যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads