• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
কলমাকান্দায় ইসলামী আন্দোলন মনোনয়ন প্রত্যাশী’র সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় ইসলামী আন্দোলন মনোনয়ন প্রত্যাশী’র সংবাদ সম্মেলন

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

নেত্রকোনার কলমাকান্দায় আজ শনিবার সকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলমাকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মাওঃ মামুনুর রশিদ রব্বানী।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের পরিচিতি ও দলের কর্মকান্ড তোলে ধরে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত ১৫৭-নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় আমরা দলের তৃণমূল পর্যায়ে সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিট কমিটি গঠন প্রায় সম্পন্ন করেছি। জনগণ যদি আমাকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ইসলাম, দেশ ও সর্বস্তরের জনগণের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাও.আলী উছমান, সহ-সভাপতি মাও. ইব্রাহিম করিম বেস্তপুরি, মাও. আবুল কাসেম, ক্বারী সুলতান আহম্মেদ, মাও. খলিলুর রহমান, মো. সাইদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads