• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সিলেটের ফুটবলাঙ্গনে বিশ্বনাথের আধিপত্য

সিলেটের বিশ্বনাথ উপজেলা ৩ বারের আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়ন ও ২ বারের অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ান দল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিলেটের ফুটবলাঙ্গনে বিশ্বনাথের আধিপত্য

  • সোহেল আহমদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

মরমী কবি হাছান রাজার জন্মভূমি প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা শিল্প সংস্কৃতিতে যেমন সমৃদ্ধ ঠিক তেমনি খেলাধুলায়ও এই উপজেলার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। বিশ্বনাথে এমন কোন খেলার মাঠ নেই যেখানে ফুটবল খেলা হয় না। উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিশ্বনাথে অসংখ্য ক্রীড়াসংগঠন ক্রীড়ার বিকাশে অসামান্য অবদান রাখছে।

সিলেটের ১৩টি উপজেলাকে নিয়ে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ উপজেলা ৪বার অংশগ্রহণ করে ৩ আসরে (২০০২-২০১৭-২০১৮) চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ মর্যাদা লাভ করে। এটা সিলেটের ফুটবলাঙ্গনে একছত্র আধিপত্যের ইঙ্গিত বহন করে। আবার অনুর্ধ্ব-১৭ আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্টে ২বার (২০১৭-২০১৮) চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্টেও জেলাপর্যায়ের ৩টি শিরোপা বিশ্বনাথের ঘরে। তাই ক্রীড়াবোদ্ধারা সাফল্যের বিচারে বর্তমান সময়কে বিশ্বনাথকে ফুটবলের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড তকলিছ বিশ্বনাথের সন্তান। উপজেলা ফুটবল দলের অধিনায়ক জুয়েলসহ বিভাগীয় ও জেলা দলে খেলেছেন শাকিল, জসিম, মানিক ও জুনেদ। সম্প্রতি দুই আসরেই সেরা ফুটবলারের পুরষ্কার বিশ্বনাথের জসিম ও কিশোর লোকমানের। উপজেলার প্রতিভাবান খোলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমিতাভ পরাগ তালুকদার জানান, উপজেলার ক্রীড়া উন্নয়নে সকল ধরণের সহযোগিতা অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads