• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
‘কর্ম যাই হোক মানুষের কাছে ভিক্ষা করিনা’

প্রতিবন্ধি হওয়া সত্ত্বেও কাজ করে টাকা চান প্রতিবন্ধি অপু

প্রতিনিধির তোলা ছবি

সারা দেশ

‘কর্ম যাই হোক মানুষের কাছে ভিক্ষা করিনা’

  • গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৮

অসহায় প্রতিবন্ধি অপু দাস (২৫)। জন্মগতভাবে তার বাম পা নিস্ক্রিয়। ফলে খুড়িয়ে খুড়িয়ে চলছে তার পথ। মানুষ তাকে সেচ্ছায় টাকা দিলে তা ফিরিয়ে দেন। কাজের বিনিময়ে টাকা চান তিনি। বাবার চার সদস্যের সংসার চালানোর জন্য বেছে নিয়েছেন জুতা সেলাইয়ের কাজ।

অপু নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার ধীরেন দাসের বড় ছেলে। পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ পেলেও অর্থের অভাবে পড়ালেখা করা সম্ভব হয়নি তার। দীর্ঘ ৬ বছর ধরে জুতা সেলাইয়ের কাজ করে পরিবারের ভরনপোষণ চালাচ্ছেন। প্রতিবন্ধি হওয়া সত্ত্বেও মানুষের কাছে হাত না পেতে নিজ কর্ম করছেন তিনি। অর্থের অভাবে তার ছোট ভাই অনু দাসের পড়ালেখাও বন্ধ হয়ে গেছে। অপুর মা আরতি দাস একজন গৃহীনি। বাবা অসুস্থ হওয়ায় সংসারের দায়ভার পড়ে অপুর ওপর। গুরুদাসপুর বাজারের রাস্তার সাথে জুতা সেলাইয়ের কাজ করেন তিনি।

অপু দাস জানান, কর্ম যাই হোক মানুষের কাছে ভিক্ষা করিনা। সরকারি অনেক সুযোগ সুবিধা থাকলেও আজ পর্যন্ত কোন সুবিধা পাইনি। এমতাবস্থায় সরকারের কাছে সাহায্য চেয়েছেন তিনি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads